
YouTube নিজেই ভিডিও এডিটিং অ্যাপ আনলো! CapCut-এর দিন কি শেষ?
CST Club
@cst-club-dpi
Share this article
ভিডিও কনটেন্ট এখন অনলাইনের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট। মানুষ লেখা কম পড়ে, ভিডিও বেশি দেখে। ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, টিকটক - সব জায়গাতেই শর্ট ভিডিও কনটেন্ট এখন মূল আকর্ষণ। এই কারণেই মোবাইল ভিডিও এডিটিং অ্যাপের চাহিদা দ্রুত বেড়েছে। CapCut অনেকদিন ধরেই এই জায়গায় জনপ্রিয়। তবে এখন আলোচনায় এসেছে Google-এর নতুন ভিডিও এডিটিং অ্যাপ YouTube Create।
এই ব্লগে সহজ আর পরিষ্কার ভাষায় জানবেন YouTube Create কী, এতে কী কী করা যায়, CapCut-এর সঙ্গে পার্থক্য কোথায়, কার জন্য এটি বেশি উপযোগী এবং অফিসিয়াল ডাউনলোড লিংক।
YouTube Create আসলে কী?
YouTube Create হলো Google-এর তৈরি একটি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ, যেটা মূলত YouTube এবং YouTube Shorts কনটেন্ট বানানোর জন্য ডিজাইন করা। নতুন ও মাঝারি পর্যায়ের ক্রিয়েটরদের কথা মাথায় রেখেই এই অ্যাপ তৈরি করা হয়েছে, যাতে তারা মোবাইল দিয়েই সহজভাবে ভালো মানের ভিডিও এডিট করতে পারে।
এই অ্যাপ দিয়ে শর্টস, ভ্লগ, ইনফরমেটিভ ভিডিও বা সাধারণ ইউটিউব কনটেন্ট খুব সহজে এডিট করা যায়। আলাদা কোনো জটিল সফটওয়্যার শেখার দরকার পড়ে না।
কেন YouTube Create নিয়ে এত আলোচনা হচ্ছে?
ভিডিও এডিটিং মার্কেট অনেকদিন ধরেই CapCut, InShot, VN, KineMaster-এর মতো অ্যাপের দখলে। এর মধ্যে CapCut সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এতে ট্রেন্ডি টেমপ্লেট আর সহজ এডিটিং একসাথে পাওয়া যায়।
YouTube Create আনার মাধ্যমে Google মূলত থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভরতা কমাতে চায়। একই সঙ্গে তারা চায় Shorts বানানো আরও সহজ হোক, যাতে নতুন ক্রিয়েটররা ভয় না পেয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করতে পারে।
YouTube Create-এর প্রধান ফিচারগুলো
YouTube Create-এর সবচেয়ে বড় শক্তি হলো এর ক্লিন আর সহজ ইন্টারফেস। অ্যাপটা এমনভাবে বানানো যে নতুন কেউ প্রথমবার ব্যবহার করলেও বেসিক এডিটিং বুঝে নিতে পারে।
এখানে মাল্টি-লেয়ার এডিটিং সাপোর্ট আছে। মানে একসাথে ভিডিও ক্লিপ, ছবি, টেক্সট আর অডিও নিয়ে কাজ করা যায়। শর্ট ভিডিও বানানোর জন্য এটি খুব দরকারি।
অটো ক্যাপশন ফিচারও আছে, যা শর্টস এবং সোশ্যাল ভিডিওর ক্ষেত্রে ভিউ আর এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করে। অনেক দর্শক সাউন্ড অফ করে ভিডিও দেখে, সেখানে সাবটাইটেল খুব কাজে আসে।
মিউজিকের ক্ষেত্রে YouTube-এর নিজস্ব অডিও লাইব্রেরি ব্যবহার করার সুবিধা রয়েছে। এতে কপিরাইট ঝামেলার ঝুঁকি কম থাকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং ভিডিও এক্সপোর্টে কোনো ওয়াটারমার্ক দেয় না।
CapCut বনাম YouTube Create: পার্থক্য কোথায়?
দুটোই ভিডিও এডিটিং অ্যাপ হলেও লক্ষ্য আলাদা। নিচের টেবিলটা দেখলে বিষয়টা পরিষ্কার হবে।
| বিষয় | CapCut | YouTube Create |
| মূল ফোকাস | TikTok ও Reels | YouTube ও Shorts |
| টেমপ্লেট | অনেক বেশি | তুলনামূলক কম |
| ব্যবহার | ট্রেন্ডি ও ফিচার সমৃদ্ধ | সহজ ও ক্লিন |
| মিউজিক সুবিধা | ভালো, তবে কপিরাইট সতর্কতা দরকার | YouTube অডিও লাইব্রেরি |
| ফ্রি এক্সপোর্ট | কিছু সীমাবদ্ধতা | সম্পূর্ণ ফ্রি (বর্তমানে) |
CapCut বেশি উপযোগী তাদের জন্য, যারা ট্রেন্ড ফলো করে দ্রুত ভাইরাল ভিডিও বানান। আর YouTube Create বেশি উপযোগী তাদের জন্য, যাদের মূল কাজ YouTube এবং Shorts নিয়ে।
বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা কাজে দেবে?
বাংলাদেশে অনেক নতুন ইউটিউবার পুরোপুরি মোবাইল নির্ভর। সবার কাছে ল্যাপটপ বা প্রিমিয়াম সফটওয়্যার নেই। এই জায়গায় YouTube Create একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে।
যারা নিয়মিত YouTube Shorts বানাতে চান, সহজ এডিটিং চান এবং ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এক্সপোর্ট করতে চান, তাদের জন্য এই অ্যাপ বেশ সুবিধাজনক। তবে যারা টেমপ্লেট-ভিত্তিক ট্রেন্ড ভিডিও বেশি বানান, তারা হয়তো CapCut-এ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
YouTube Create অ্যাপ ডাউনলোড লিংক
নিচে YouTube Create অ্যাপের অফিসিয়াল ডাউনলোড লিংক দেওয়া হলো।
Android (Google Play Store)
👉 https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.youtube.producer
নোট: অ্যাপটি ধাপে ধাপে বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে। আপনার অঞ্চলে এখনো উপলব্ধ না থাকলে Play Store-এ “Not available in your country” দেখাতে পারে।
iOS (Apple App Store)
👉 https://apps.apple.com/us/app/youtube-create/id6476327393
নোট: সব দেশে এখনো iOS ভার্সন পাওয়া নাও যেতে পারে। Google ধাপে ধাপে রিলিজ দিচ্ছে।
নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা
সবসময় Play Store বা App Store থেকেই অ্যাপ ডাউনলোড করুন। অন্য কোনো ওয়েবসাইট থেকে APK বা “Mod” ভার্সন ব্যবহার করলে আপনার ডিভাইস এবং Google বা YouTube অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।
শেষ কথা
YouTube Create এখনই CapCut-এর পুরো বিকল্প না। CapCut-এর ট্রেন্ড টেমপ্লেট আর ইফেক্ট এখনো অনেক শক্ত। তবে YouTube Create-এর বড় সুবিধা হলো এটি সহজ, ফ্রি এবং সরাসরি YouTube Shorts-এর জন্য বানানো।
আপনি যদি নতুন বা মাঝারি পর্যায়ের ইউটিউবার হন এবং মোবাইল দিয়েই ভিডিও এডিট করতে চান, তাহলে YouTube Create একবার ব্যবহার করে দেখার মতোই একটি অ্যাপ। সময়ের সাথে ফিচার বাড়লে এটি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

About CST Club
Author at CST Club - sharing insights on technology, programming, and development.


