CST Club – Publicity Department Volunteer Wanted

সাবমিশনের শেষ তারিখ: ৩রা নভেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত

CST Club Publicity Volunteer

আবেদন করুন শেষ তারিখের আগে:

-৩১ দিন -১ ঘণ্টা -৩১ মিনিট -২৩ সেকেন্ড

Hey there! তুমি যদি সত্যি CST Club-কে ভালোবাসো এবং মনে মনে ভাবো “এই ক্লাবটা আমার নিজের!” তাহলে এখনই সময় তোমার জন্য একটা দারুণ সুযোগ!

আমরা খুঁজছি কিছু passionate, creative এবং dedicated member, যারা CST Club-এর Publicity Department এ Volunteer team হিসেবে কাজ করতে চায়।

কারা Apply করতে পারবে:

  • শুধুমাত্র CST Club-এর current member-রা apply করতে পারবে।
  • যারা ইতিমধ্যে আমাদের club-এর part, তাদের জন্যই opportunity।

তোমার কাজ কী হবে:

  • Basically তোমার কাজ হবে CST Club-এর online presence বাড়ানো।
  • আমাদের CST Club Blog Site, Facebook Page, Facebook Group, আর LinkedIn Group -এ টেকনোলজি-রিলেটেড কনটেন্ট, ইভেন্ট, ওয়ার্কশপ বা প্রজেক্টগুলো সুন্দরভাবে promote করা।
  • CST Club-কে virtual দুনিয়ায় এমনভাবে present করা, যেন কারিগরি শিক্ষার্থীরা আমাদের চিনে ফেলে।
  • নিজের পড়াশোনার টপিক বা tech-related যেগুলো বুঝো, সেগুলো নিয়ে post লেখা বা ভিডিও বানানোর mindset থাকতে হবে।

আমরা কেমন মানুষ খুঁজছি:

  • তুমি যেন CST Club-কে ভালোবাসো, respect করো, এবং own করো।
  • Team-mate-দের প্রতি respect থাকতে হবে, argue বা fight করা যাবে না।
  • ক্লাবের hard moment-এও পাশে থাকতে পারবে, এমন commitment থাকতে হবে।
  • প্রতিদিন regular 2 ঘণ্টা সময় দিতে পারলে perfect, তবে extra-curricular activity, so study-র কোনো problem হবে না।
  • আমরা চাই তুমি consistent থাকো, perfect না হলেও problem নেই, sincerity-টাই আসল!

Apply করার নিয়ম:

কোনো CV লাগবে না।

Form-এ দুইটা question থাকবে:

  1. তুমি কেন CST Club-এর Publicity Department-এর volunteer হতে চাও?
  2. তুমি কীভাবে CST Club-এর publicity করবে?

কোনোভাবেই AI দিয়ে লেখা যাবে না। আমরা লিখা check করব AI detector ও আমাদের নিজস্ব system দিয়ে। যদি বুঝি AI দিয়ে লেখা, form সরাসরি reject হবে। কোন রেসপন্সও করা হবে না।

Interview Process:

  • Publicity Team Interview: এখানে ক্লাবের history, basic idea, general প্রশ্ন থাকবে। ক্লাবের ওয়েবসাইটের page গুলো ভালোভাবে পড়লেই interview crack করা যাবে।
  • Final Interview: যারা প্রথম ধাপ পার করবে, তারা final round-এ যাবে। এখানে আবেদনকারীর performance, attitude, professionalism, respect, এবং teamwork-এর উপর গুরুত্ব দেওয়া হবে।

CST Club শুধু একটা club না। এটা আমাদের passion, আমাদের family, আমাদের pride। আমরা খুঁজছি এমন মানুষ, যারা সত্যি ক্লাবটাকে ভালোবাসে, respect করে, এবং নিজের কাজের মাধ্যমে CST Club-এর নাম উজ্জ্বল করতে চায়।

তুমি যদি মনে করো “হ্যাঁ, আমি পারব!”, তাহলে আর দেরি না করে form-টা fill করে ফেলো। Let’s grow CST Club together!