Advertisement
সত্যিকারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে

সত্যিকারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে

Rafe Uddaraj

Rafe Uddaraj

@rafeuddaraj

views

Share this article

ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান? ব্যাপারটা আসলে খুব কঠিন কিছু না। কিন্তু সোজা পথেও যদি বারবার ভুল করেন, তাহলে আগানো মুশকিল।

আমরা যারা আগে এই পথে হেঁটেছি, তাদের অনেক ভুল হয়েছে। শুধু সেই ভুলগুলো কপি করবেন না, এটুকু পারলেই আপনি অনেক এগিয়ে যাবেন।

সারারাত ইউটিউব ঘেঁটে টিউটোরিয়াল দেখা?
এইটা আমি বলি "Tutorial Loop" শুধু দেখছেন, কিন্তু নিজে কিছু বানাচ্ছেন না।

Leetcode-এ বসে থাকা, ভেবে যে অফার পাবেন?
এইটা আমি বলি "Leetcode Trap" চিন্তা করেন ঠিকই, কিন্তু বাস্তব কিছু তৈরি করতেছেন না।

এই জিনিসগুলো খারাপ না। আমি নিজেও করতাম, এখনও করি। কিন্তু সমস্যা হয় যখন আপনি ভাবেন, এইগুলাই সব কিছু


🔍 প্রশ্ন হলো: আপনি কতটুকু শিখতেছেন, আর কতটুকু বানাচ্ছেন?

আমি টিউটোরিয়াল দেখি, shortcut জানার জন্য, inspiration পাওয়ার জন্য।
আমি Leetcode করি, চিন্তার flow তৈরি হয়, time complexity মাথায় আসে।

কিন্তু বাস্তব শেখাটা আসে তখনই, যখন নিজে কিছু বানাই।


🎯 রিয়েল লাইফের চ্যালেঞ্জ কেমন?

  • একটা API বানালেন? দেখা উচিত request fail করলে কী হয়।
  • latency কত আসে?
  • একসাথে হাজারটা ক্লায়েন্ট হিট করলে কি হয়?
  • cloud function fail করলে কি fallback আছে?
  • Pub/Sub queue overflow হলে backlog কীভাবে সামলাবেন?

এই রকম বাস্তব সমস্যাগুলো না বুঝলে, আপনি এখনো coder, engineer না


🧠 শেখার তিনটা ধাপ

  • Tutorials? ভালো, কিন্তু Passive শেখা।
  • Documentation? underrated, কিন্তু এখানে আসল কনসেপ্ট।
  • Project বানানো? Boss move!

✅ এখন কী করবেন?

  1. একটা simple portfolio site বানান।
  2. নিজের নাম, কাজ, GitHub link দেন।
  3. HTML/CSS/JS জানলে ভালো, নইলে FastAPI + Bootstrap দিয়েও শুরু করতে পারেন।
  4. Deploy করেন Netlify, Vercel বা Render-এ।
  5. CV-তে link দেন।

একটা proper learning loop বানান।

আপনার শেখার ratio হওয়া উচিতঃ
৭০% বানানো, ৩০% শেখা বা ৬০% বানানো, ৪০% শেখা


🤔 এখন আপনি কোথায়?

আপনি কি এখনো tutorial loop-এ ঘুরপাক খাচ্ছেন?
নাকি নিজে সিস্টেম বানাচ্ছেন, bug ধরছেন, log পড়ে issue trace করছেন?

ভুল করা, শেখা আর বানানো, এই তিনটা একসাথে করতে পারলেই আপনি হবেন একজন সত্যিকারের Software Engineer।


💬 আপনার প্রথম প্রজেক্টটা কী ছিলো?

কমেন্টে শেয়ার করুন, আমরা সবাই শিখি একে অন্যের থেকে।
ভালো লাগলে শেয়ার করে দিন আপনার বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের সাথে। 🙌

Rafe Uddaraj

About Rafe Uddaraj

Author at CST Club - sharing insights on technology, programming, and development.

Advertisement
Advertisement
Recommended Content

Recommended Posts

You Can’t Scale This: Internet-এর ভিতরের Logic না বুঝে Backend শেখা বড় ভুল

You Can’t Scale This: Internet-এর ভিতরের Logic না বুঝে Backend শেখা বড় ভুল

ইন্টারনেটের বিশাল দুনিয়ায় একজন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যাত্রা শুরু করার আগে এর রাস্তাঘাট এবং মানচিত্র চিনে নেওয়া খুব জরুরি। আপনি যখন ব্রাউ...

Rafe UddarajRafe Uddaraj
43.9k views
Understanding Backend Through Request and Response

Understanding Backend Through Request and Response

Backend-এর Request আর Response: আড়ালের কাজটা আসলে কীভাবে হয় আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করি, কোনো ওয়েবসাইটে ঢুকি, কিংবা অনলাইনে কোনো কাজ করি, ...

Rafe UddarajRafe Uddaraj
30.0k views
💡 Sun Detection Auto Light Control: ১ম পর্বের শিক্ষার্থীদের এক উজ্জ্বল উদ্ভাবন | CST Club – DPI

💡 Sun Detection Auto Light Control: ১ম পর্বের শিক্ষার্থীদের এক উজ্জ্বল উদ্ভাবন | CST Club – DPI

> “শিক্ষা তখনই সফল, যখন তা বাস্তব জীবনের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়।” বর্তমান যুগে শিক্ষা মানে শুধু পাঠ্যবই মুখস্থ করা নয়। সত্যিকারের শিক্ষা তখনই বি...

CST ClubCST Club
21.9k views
Advertisement
Recommended Content