Advertisement
সত্যিকারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে

সত্যিকারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে

2 min read
View on Hashnode

Share this article

ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান? ব্যাপারটা আসলে খুব কঠিন কিছু না। কিন্তু সোজা পথেও যদি বারবার ভুল করেন, তাহলে আগানো মুশকিল।

আমরা যারা আগে এই পথে হেঁটেছি, তাদের অনেক ভুল হয়েছে। শুধু সেই ভুলগুলো কপি করবেন না, এটুকু পারলেই আপনি অনেক এগিয়ে যাবেন।

সারারাত ইউটিউব ঘেঁটে টিউটোরিয়াল দেখা?
এইটা আমি বলি "Tutorial Loop" শুধু দেখছেন, কিন্তু নিজে কিছু বানাচ্ছেন না।

Leetcode-এ বসে থাকা, ভেবে যে অফার পাবেন?
এইটা আমি বলি "Leetcode Trap" চিন্তা করেন ঠিকই, কিন্তু বাস্তব কিছু তৈরি করতেছেন না।

এই জিনিসগুলো খারাপ না। আমি নিজেও করতাম, এখনও করি। কিন্তু সমস্যা হয় যখন আপনি ভাবেন, এইগুলাই সব কিছু


🔍 প্রশ্ন হলো: আপনি কতটুকু শিখতেছেন, আর কতটুকু বানাচ্ছেন?

আমি টিউটোরিয়াল দেখি, shortcut জানার জন্য, inspiration পাওয়ার জন্য।
আমি Leetcode করি, চিন্তার flow তৈরি হয়, time complexity মাথায় আসে।

কিন্তু বাস্তব শেখাটা আসে তখনই, যখন নিজে কিছু বানাই।


🎯 রিয়েল লাইফের চ্যালেঞ্জ কেমন?

  • একটা API বানালেন? দেখা উচিত request fail করলে কী হয়।
  • latency কত আসে?
  • একসাথে হাজারটা ক্লায়েন্ট হিট করলে কি হয়?
  • cloud function fail করলে কি fallback আছে?
  • Pub/Sub queue overflow হলে backlog কীভাবে সামলাবেন?

এই রকম বাস্তব সমস্যাগুলো না বুঝলে, আপনি এখনো coder, engineer না


🧠 শেখার তিনটা ধাপ

  • Tutorials? ভালো, কিন্তু Passive শেখা।
  • Documentation? underrated, কিন্তু এখানে আসল কনসেপ্ট।
  • Project বানানো? Boss move!

✅ এখন কী করবেন?

  1. একটা simple portfolio site বানান।
  2. নিজের নাম, কাজ, GitHub link দেন।
  3. HTML/CSS/JS জানলে ভালো, নইলে FastAPI + Bootstrap দিয়েও শুরু করতে পারেন।
  4. Deploy করেন Netlify, Vercel বা Render-এ।
  5. CV-তে link দেন।

একটা proper learning loop বানান।

আপনার শেখার ratio হওয়া উচিতঃ
৭০% বানানো, ৩০% শেখা বা ৬০% বানানো, ৪০% শেখা


🤔 এখন আপনি কোথায়?

আপনি কি এখনো tutorial loop-এ ঘুরপাক খাচ্ছেন?
নাকি নিজে সিস্টেম বানাচ্ছেন, bug ধরছেন, log পড়ে issue trace করছেন?

ভুল করা, শেখা আর বানানো, এই তিনটা একসাথে করতে পারলেই আপনি হবেন একজন সত্যিকারের Software Engineer।


💬 আপনার প্রথম প্রজেক্টটা কী ছিলো?

কমেন্টে শেয়ার করুন, আমরা সবাই শিখি একে অন্যের থেকে।
ভালো লাগলে শেয়ার করে দিন আপনার বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের সাথে। 🙌

Advertisement
Advertisement
4

reactions

Login to Hashnode to react

Advertisement
Advertisement

Comments

Comments are managed on Hashnode. Join the discussion there!

You'll need a Hashnode account to comment. It's free and takes seconds to sign up!

Advertisement
Recommended Content

Related Posts

সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার কিভাবে শুরু করবেন? জানুন বিশেষজ্ঞ আশরাফুল আলমের সাথে | Talk With CST Club Ep. 1

সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার কিভাবে শুরু করবেন? জানুন বিশেষজ্ঞ আশরাফুল আলমের সাথে | Talk With CST Club Ep. 1

🔥 সাইবার সিকিউরিটি: শুধু চাকরি নয় — একটি মিশন চাকরি নয় — চ্যালেঞ্জ।ইনকাম নয় — ইমপ্যাক্ট। সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের জগতে পা রাখতে চাইলে আপনার হাতে শুধু স্কিল নয় — সঠিক গাইডলাইন, প্রেরণা, এবং প্র্যাকটিক্যাল রোডম্যাপ দরকার। আর সেই গাইডলাইন এবার...

CST ClubCST Club
2 min
#career in cybersecurity#freelancing in cybersecurity
Python Inheritance Part - 02 ( MRO and super() )

Python Inheritance Part - 02 ( MRO and super() )

গত আর্টিকেলে আমরা পাইথন এর ইনহেরিট্যান্স এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে Multiple Inheritance সম্পর্কে জেনেছি আমরা। Multiple Inheritance এ একটি চাইল্ড ক্লাসের একাধিক প্যারেন্ট ক্লাস থাকে। আমরা জানি কো্ন চাইল্ড ক্লাসের মধ্যে যে প্রোপার্...

Ata Alahy NishanAta Alahy Nishan
2 min
super()_method_pythonMRO
Python Inheritance Part - 01

Python Inheritance Part - 01

Inheritance কি? Inhertitance হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে একটি ক্লাসের প্রোপার্টি , মেথড অন্য কোন ক্লাসকে দেয়া যায়। এক্ষেত্রে যার থেকে ইনহেরিট করা হয়েছে তাকে বলে প্যারেন্ট ক্লাস এবং যার কাছে ইনহেরিট করা হয়েছে তাকে বলে চাইল্ড ক্লাস। Syntax of inher...

Ata Alahy NishanAta Alahy Nishan
4 min
hybrid-inherithierarchical-inheritance
Advertisement
Recommended Content